নড়াইল প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানার মহাজন ফেরিঘাট এলাকার খোকন কুমার দাসের প্রায় ১৪ শতক জমি দখল করে প্রতিপক্ষের লোকজন মার্কেট নির্মাণে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে মহাজন ফেরিঘাটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন- মাউলী ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ড মেম্বার বিজন কুমার সরকার, হাবিবুর রহমান, ভুক্তভোগী খোকন কুমার দাস, কবিতা দাসসহ অনেকে।
বক্তারা বলেন, নড়াইলের মহাজন ফেরিঘাট এলাকায় প্রায় ১৪ শতক জমির দলিল খোকন কুমার দাসের নামে থাকলেও প্রতিপক্ষের ভরত খানসহ তার লোকজন দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জমি খোকন কুমার দাস দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগদখল করে আসছেন। খোকন দাস সম্প্রতি মার্কেট নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। ইট, বালুসহ নির্মাণ সামগ্রী এনে রাখার পরও কাজ শুরু করতে পারছেন না।
এছাড়াও ভুক্তভোগী খোকন কুমার দাসকে সম্প্রতি মাউলী ইউনিয়ন ভূমি অফিসের সামনে মারধর করে আহত করেছেন ভরত খানসহ তার লোকজন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এদিকে জমি দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ভরত খান বলেন, আমরা কারো জমি দখল করিনি। মাকের্ট নির্মাণ কাজেও বাধা দেয়া হয়নি। খোকন দাসকে মারধরের বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল