বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট আদালতে মামলার হাজিরা দিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন শরণখোলার মিজান, ফয়সাল, রাব্বি ও রনি। দুই মোটরসাইকেলে ছিলেন তারা চারজন। কিন্তু আদালতে পৌঁছনোর আগেই সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। দুজন ঘটনাস্থলেই যারা যান। গুরুতর আহত হন অপর দুজন।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাগেরহাট সর বৈটপুর গ্রামের চাড়ার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত মিজান জমাদ্দার বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে ও রাব্বি খান একই এলাকার ফারুক খানের ছেলে। আহত ফয়সাল ও রনি একই এলাকার বাসিন্দা। উল্লেখ্য, হতাহতদের মধ্যে রাব্বি হলেন ভাড়াটে মোটরসাইকেলের চালক।
বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জিয়াউল আদনান রুমেল বলেন, ‘সকালে দুর্ঘটনায় আহত ৪ রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসেন। এছাড়া দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
কাটাখালি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাস দক্ষিণ বাংলা চাড়ার ঘর নামক স্থানে পৌঁছালে উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। মোটরসাইকেলকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিরোনাম:
- যশোর মটর পার্টস সমিতির নির্বাচনে ৫৫ জনের মনোনয়নপত্র জমা
- লোকসমাজের প্রকাশক সুমিতের শ্বশুরের ইন্তেকাল, দাফন সম্পন্ন
- বাংলার মিলন মেলার লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন বৃহস্পতিবার
- স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত যশোরবাসী
- বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করছে জাকের পার্টি : মহাসচিব
- চুকনগর বণিক সমিতির নির্বাচনে সাহিদুল সভাপতি বিল্লাল সম্পাদক
- কদমতলা বাজার কমিটির আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক
- সাতক্ষীরায় পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ আটক ১