নিজস্ব প্রতিবেদক
সুদের টাকা পরিশোধ করতে না পেরে যশোরের ঝুমঝুমপুরে লাবণী শারমিন (৪৮) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৯ টা ৫ মিনিটে যশোর ২৫০ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর ডাক্তার মিঠুন কুমার দে তাকে মৃত ঘোষণা করেন।
লাবণী শারমিনের স্বামী রবিউল ইসলাম জানান, একই এলাকার সুদে ব্যবসায়ী সিরাজুল ইসলামের স্ত্রী পারুলের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। ওই টাকার অর্ধেকের বেশি পরিশোধ করা হয়েছে। কিন্তু আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় সম্প্রতি কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি তারা।
রবিউল ইসলাম আরও জানান, পারুল প্রায়ই তাদের গালমন্দ করতো ও ভয়ভীতি দেখাতো। মঙ্গলবার সকালে পারুল, ববিতা ও রুমা নামের তিনজন বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে মনের দু:খে শারমিন ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার আগে সে আত্মহত্যার কারণ উল্লেখ করে চিঠি লিখে রেখে যায়।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব