নিজস্ব প্রতিবেদক
সুদের টাকা পরিশোধ করতে না পেরে যশোরের ঝুমঝুমপুরে লাবণী শারমিন (৪৮) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৯ টা ৫ মিনিটে যশোর ২৫০ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর ডাক্তার মিঠুন কুমার দে তাকে মৃত ঘোষণা করেন।
লাবণী শারমিনের স্বামী রবিউল ইসলাম জানান, একই এলাকার সুদে ব্যবসায়ী সিরাজুল ইসলামের স্ত্রী পারুলের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। ওই টাকার অর্ধেকের বেশি পরিশোধ করা হয়েছে। কিন্তু আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় সম্প্রতি কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি তারা।
রবিউল ইসলাম আরও জানান, পারুল প্রায়ই তাদের গালমন্দ করতো ও ভয়ভীতি দেখাতো। মঙ্গলবার সকালে পারুল, ববিতা ও রুমা নামের তিনজন বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে মনের দু:খে শারমিন ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার আগে সে আত্মহত্যার কারণ উল্লেখ করে চিঠি লিখে রেখে যায়।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত