কেশবপুর(যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে যশোর-৬ কেশবপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার মতবিনিময় করেছেন। তিনি মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের সাথে এ মতবিনিময় করেন।
উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের আয়োজনে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান খানের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, যশোর জেলা জাতীয় শ্রমিক লীগে ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ২২৭ ইউনিয়ন এর সভাপতি ও জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম মিন্টু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মুর্তজা আহমেদ,সহ-সভাপতি সৈয়দ লিটন, সহ সম্পাদক মাসুদ রানা,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, কেশবপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিলন মিত্র, ৮নং সুফলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।
এছাড়া মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিবহন সংস্হা শ্রমিক ২২৭ ইউনিয়ন এর সহ সম্পাদক ও কেশবপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মজিবার রহমান,পৌর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান, আলমগীর হোসেন বিশ্বাস প্রমুম।এসময় উপস্থিত ছিলেন,যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ত্রুীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী,কার্যনির্বাহী কমিটির সদস্য মশিয়ার রহমান সাগর,রেজাউল ইসলাম সহ জেলা, উপজেলা, পৌর ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ,জাতীয় শ্রমিক লীগ,যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ,মৎস্যজীবী লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
শিরোনাম:
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে