নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিয়েছেন। তবে কমিটি তার জবাবে সন্তুষ্ট হতে পারেননি। এ জন্য তাকে আবারও তলব করেছে অনুসন্ধান কমিটি। ব্যাখ্যাসহ সশরীরে তাকে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ৩ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে শোকজ করা হয়, যার পরিপ্রেক্ষিতে গতকাল বেলা ১১টার দিকে তাঁর প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দেন।
গতকাল নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত আরেকটি নোটিশে বলা হয়, আপনার ব্যাখ্যা অনুসন্ধান কমিটির কাছে সন্তোষজনক না হওয়ায় আগামীকাল বেলা ১টার মধ্যে আপনাকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
গত ৩ ডিসেম্বরের নোটিশে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার তাকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিল নির্বাচনী তদন্ত কমিটি।
শিরোনাম:
- কেশবপুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
- ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায় : সাবেক বিএনপি নেতা আটক
- চৌগাছা সীমান্তে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকে ছয় বাংলাদেশীকে দেশে ফেরত
- চৌগাছায় প্রতিবন্ধী নারী ধর্ষণের ১৩ দিন পর মামলা
- তালায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!
- যশোরে সাংবাদিক শহিদ জয় সংবর্ধিত
- স্লোগান দিয়ে কায়বা ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা !
- সন্তানের স্বীকৃতি চাওয়ায় কেশবপুরে নারীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন