বিবি ডেস্ক
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে যশোরসহ উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি, হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। গত সোমবার থেকে এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে আকাশে সূর্যের দেখা না মেলায় বৃষ্টি ও বাতাসে এ উপকূলে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে।
সারাদিন সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির কারণে যশোরে প্রধান সড়কগুলোতে যান চলাচল অনেক কম লক্ষ্য করা গেছে। বুধবার রাত থেকে শুরু হওয়া এ বৃষ্টির ফলে শীত কিছুটা বেড়েছে।
রিকশাচালক শামীম বলেন, বৃষ্টির কারণে সকাল থেকে খুব কম প্যাসেঞ্জার পাচ্ছি। যদি এমন বৃষ্টি হয় তাহলে অবস্থা শোচনীয় হয়ে যাবে।
এদিকে, এই বৃষ্টিতে যদি জমিতে সেচ দেয়া না থাকে তাহলে তেমন কোনও সমস্যা হবে না বলে জানান যশোর সদরের আব্দুলপুর গ্রামের কৃষক আমিন। তিনি বলেন, আমার ক্ষেতে এখন উন্নত জাতের ফুলকপি, পটল আর পেঁয়াজ রয়েছে। যেহেতু এর মধ্যে জমিতে সেচ দিইনি সে কারণে ক্ষেতের সমস্যা হবে না। তবে যারা সেচ দিয়েছেন, তাদের একটু সমস্যা হতে পারে।
যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। শুক্রবার দুপুর নাগাদ আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোংলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় মিগজাউম ও লঘুচাপের প্রভাবে গত তিন দিন ধরে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় এক ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ হারুন অর রশিদ বলেন, লঘুচাপের প্রভাবে আপাতত ভারি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে বিভিন্ন এলাকায় কখনও কখনও গুঁড়ি, হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বুধবার রাত থেকেই নেমেছে বৃষ্টি। বৃহস্পতিবার সকালে বর্ষণ কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গাসহ দেশের আট বিভাগের প্রায় সব স্থানেই কমবেশি হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আর দু-একদিন পরই দেশজুড়ে শীত নামবে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, বৃষ্টির রেশ শুক্রবার নাগাদ থাকবে। শনিবার অবশ্য বৃষ্টি কমে আসবে। বৃষ্টির কারণে খানিকটা শীত অনুভূত হতে পারে।
তিনি আরও বলেন, বৃষ্টি চলে যাওয়ার পর দুদিন বাতাসে অনেকটা আর্দ্রতা থাকবে। তাই তাপমাত্রা তেমন কমবে না। তবে দুদিনের মধ্যে আর্দ্রতা হ্রাস পেলে সোমবার থেকে শীত কিছুটা বাড়তে পারে।
শিরোনাম:
- রহিমার প্রেমের টানে নিভৃতপল্লীর বাসিন্দা আমেরিকার মার্ক হোগল
- শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!
- খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- ঝিকরগাছা আ.লীগ সভাপতি ও নাভারণ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- যশোরে পলাতক আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান
- ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা পালনের আহবান জামায়াত আমীরের
- ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’
- ২২ এপ্রিল ভবদহ পরিদর্শনে আসছেন দুই উপদেষ্টা