নিজস্ব প্রতিবেদক
ছাত্রীর সাথে যৌন হয়রানির অভিযোগের মামলায় যশোরের জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের লাল দীঘির পাড় থেকে তাকে আটক করা হয়।
জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীর অল্পকিছুদিন ওই স্কুলে চাকরি হলেও প্রায় শতাধিক ছাত্রীকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর পিতা একই স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রথমে সভাপতি, থানা, পরে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা প্রশাসক, মহাপরিচালক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এমনকি মন্ত্রণালয়েও অভিযোগ করেন। কিন্তু সব অভিযোগই যেন রাজ হাঁসের খোরাক হিসেবে ধুলিস্যাৎ হয়ে যায়। কিন্তু বসে থাকেননি ওই অভিভাবক। শেষ পর্যন্ত আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রেকর্ড হলেও কি এক যাদুর পরশে তদন্ত করে আদালতে ফাইনাল রিপোর্ট দেন তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান। কিন্তু সত্যের জয় হবেই ভেবে আদালতে আইনজীবী নিয়োগ করেন ওই অভিভাবক। বিচারক মামলাটির ওই তদন্ত রিপোর্ট মূল্যায়ন না করে সরাসরি আমলে নিয়ে নেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আসামি জুলফিকার আলীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এএসআই তৌহিদুল ইসলামকে যশোর শহরের লাল দিঘিরপাড় থেকে আটক করেন।
এই ব্যাপারে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ^াস বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আসামি জুলফিকার আলীকে আটক করা হয়েছে।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব