বাঁকড়া প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় গভীর রাতে ২ বিঘা পেঁপে বাগানের ৮শ’ ফলন্ত গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। পেঁপে চাষি উপজেলার লাউজানী গ্রামের মোহাইমেনুল হক মিন্টু (৫২)।
ভুক্তভোগী কৃষক মিন্টু বলেন, ব্যাংক লোন নিয়ে পেঁপে চাষ করেছিলাম। আমার এ পেঁপে প্রজেক্টে কাজ করে অনেক মানুষের সংসার চলে। এলাকার কিছু অসাধু ব্যক্তি আমাকে সর্বস্বান্ত করার জন্য এমন অপকর্ম পরিচালনা করছে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৫ বিঘা জমি লিজ নিয়ে পেঁপের চাষ করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তার জমির মধ্যে থেকে ২ বিঘা জমির প্রায় ৮’শ ফলন্ত পেঁপে গাছ কেটে অনুমান পাঁচলাখ টাকার ক্ষতি সাধন করেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। ইতিপূর্বেও অজ্ঞাতনামা ব্যক্তিরা তার অন্য ক্ষেত থেকে কলার কাধিসহ ২০০ কলা গাছ কেটে দেয় ও ৩ মাস আগে লাউজানি রেল ক্রসিংয়ের পাশের কলার দোকান পুড়িয়ে দেয়। এছাড়াও ২ ডিসেম্বর রাতে তার বসতবাড়ির আঙ্গিনার দেওয়াল ভেঙ্গে বসতবাড়ির মধ্যে থাকা পানির ৩ হর্স পাওয়ারের সেচ মোটর ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নেয়। এই বিষয়ে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, মিন্টু নামের একব্যক্তির পেঁপে বাগান কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্ত করে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- শার্শা বিএনপির দুই নেতা বহিস্কার
- যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সরবরাহ নেই কলেরা স্যালাইনের
- ক্রীড়া সংগঠক শহীদ আহমেদ স্মরণে দোয়া
- ফেরোমন ইণ্ডাস্ট্রিজের মাঠ দিবস
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- রহিমার প্রেমের টানে নিভৃতপল্লীর বাসিন্দা আমেরিকার মার্ক হোগল
- শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!
- খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল