মহেশপুর প্রতিনিধি
মোটরসাইকেল কেনাই কাল হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকলেছুর রহমানের। মহেশপুর শহর থেকে গতকাল সকালে পুরাতন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন মকলেছুর রহমান (৫০)। পথিমধ্যে ইন্দারাপাড় নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে নিহত হন তিনি।
মকলেছুর রহমান মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গোপালপুর গ্রামের রিফাত ও শ্রীরামপুর গ্রামের হৃদয় আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন মোটরসাইকেল কিনে শহর থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুত্বর আহত হন মকলেছুর রহমান। তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল