Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
  • যশোরে ইয়াবাসহ নারী আটক
  • যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
  • তফশিল ঘোষণা : যশোরের নেতৃবৃন্দ যা বললেন
  • মাগুরায় দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময়
  • যশোর শিশু উন্নয়ন কেন্দ্র : চুরির দায়ে বন্দি হওয়ার পরদিনই কিশোরের পলায়ন  
  • চার জেলা নিয়ে যশোরে কর কমিশনারের কার্যালয়ের কার্যক্রম শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষি জমিতে বাইপাস সড়ক নির্মাণ বন্ধ ও ৬ লেন দাবিতে বাগআঁচড়ায় মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১২, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
কৃষি জমির উপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণ বন্ধ করে বাগআঁচড়া বাজারের উপর দিয়ে ৬ লেন রাস্তার দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার বেলা ১২টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের পাশে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নানা স্লোগানের প্লাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। তাতে লেখা আছে- ‘দেশের উন্নয়ন চাই-ফসলের জমি ক্ষতি নই’, ‘কৃষি জমি বাঁচাও- কৃষক বাঁচাও’, ‘জীবন দেব রক্ত দেব-ফসলের জমি ক্ষতি হতে দেব না’, ‘মহাসড়ক থাকতে কৃষি জমিতে নজর কেন’, ‘৬ লেন মহাসড়ক চাই-দিতে হবে হবে’, ‘চাই না চাই না-বাইপাস সড়ক চাই না’। এভাবেই প্রায় পৌনে ১ ঘন্টা মতো স্লোগান চলতে থাকে। তাদের দাবি হাজার হাজার বিঘা ফসলি জমি নষ্ট করে বাইপাস সড়ক নির্মাণ বন্ধ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম নামে এক স্থানীয় ব্যবসায়ী। তিনি জানান, বাইপাস সড়ক করলে হাজার হাজার বিঘা ফসলি জমি নষ্ট হবে। মানুষ খাদ্য সংকটে পড়বে। এই এলাকায় আবাদী জমির পরিমাণ কম। তারপরেও যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আমরা চাই ঝিনাইদহ-যশোর-ভোমরা এই ৬২ কিলোমিটার সরকারি প্রজ্ঞাপনে আমরা পেয়েছি। এই ৬২ কিলোমিটার রাস্তায় মহাসড়কে রূপান্তরিত হোক। কিন্তু এক শ্রেণির লোক এই মহাসড়ক বাদ দিয়ে জামতলা টু বেলতলা বাইপাস সড়ক নির্মাণের পাঁয়তারা করছে। তিনি আরো বলেন, আমাদের বাগআঁচড়া বাজারের এই রাস্তা যদি ৬ লেনে রূপান্তরিত হয় তাহলে এলাকার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটবে। যার সুফল স্থানীয়রা ভোগ করবে। আমাদের দাবি- শত বছরের এই বাজারটা আরো উন্নয়ন হোক এবং জামতলা টু বেলতলা বাইপাস সড়ক নির্মাণের প্রকল্প বন্ধ করা হোক।
মানববন্ধনে আবদুস সালাম নামে এক ব্যবসায়ী বলেন, আমরা প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগি হতে চাই। বাগআঁচড়ার ব্যবসা কেন্দ্রিক স্কুল কলেজ মাদরাসা উন্নয়নের স্বার্থে আমরা ৬ লেন মহাসড়ক চাই। কিন্তু জামতলা টু বেলতলা যে বাইপাস সড়ক করার পরিকল্পনা করা হয়েছে তাতে প্রায় ৯শ’ থেকে সাড়ে ৯শ’ বিঘা কৃষি জমি, বসতবাড়ি, কবরস্থানের ক্ষতি হবে। আমরা সরকারের উন্নয়ন চাই কিন্তু কৃষি জমি নষ্ট করে উন্নয়ন চাই না। আমরা বাইপাস সড়ক নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে তা অবিলম্বে বাতিল করে বাগআঁচড়া বাজার সম্প্রসারণ করে ৬ লেন রাস্তার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রীতা রাণী মন্ডল। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই এখানে ৬ লেনের মহাসড়ক হোক। বাইপাস সড়ক করলে আমাদের অনেক ফসলি জমির ক্ষতি হবে। এখানে ৬ লেনের মহাসড়ক হলে এখানকার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, যানজট নিরাসন হবে। দুর্ঘটনা কম হবে।
বিষয়টি জানতে চাইলে ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, আমি শুনেছি এখানে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমিকরা ৬ লেন রাস্তার দাবিতে মানববন্ধন করেছে। আমি স্থানীয় চেয়ারম্যান হিসেবে তাদের দাবিতে সমর্থন করছি।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক অর্থায়নে নাভারন-সাতক্ষীরা-ভোমরা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার একটি প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে কর্তৃপক্ষ মহাসড়কের জামতলা বাজার থেকে বেলতলা পর্যন্ত ডাইভারসন রোড করার জন্য প্রাথমিক জরিপ কাজও শুরু করেছে। কিন্তু এখান থেকে যে ডাইভারসন রোড (বাইপাস) করা হচ্ছে তা প্রধানত কৃষি প্রধান এলাকা। অত্র এলাকার লোক কৃষির উপর নির্ভরশীল। যাদ ডাইভারসন রোড করা হয় তাহলে কৃষি নির্ভর পরিবারগুলি মারাত্মক খাদ্য সংকটসহ অভাব অনটনের মধ্যে দিনাতিপাত করবে। জীবন জীবিকা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।
উল্লেখ্য, জামতলা টু বেলতলা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প বন্ধ করা ও বাগআঁচড়া বাজারের উপর দিয়ে ৬ লেন রাস্তার দাবিতে গত ২৬ নভেম্বর ২১০ জন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম

ডিসেম্বর ১১, ২০২৫

যশোরে ইয়াবাসহ নারী আটক

ডিসেম্বর ১১, ২০২৫

যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’

ডিসেম্বর ১১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.