চৌগাছা প্রতিনিধি
গতকাল বিকেলে যশোরের চৌগাছায় সবজিবাহী ট্রাকের ধাক্কায় দুই জন কৃষক নিহত হয়েছে। এদিন বিকেল ৫ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা রোডের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী গ্রামের নুর ইসলাম (৪৫) ও দুড়িয়ালি গ্রামের আয়ুব হোসেন (৬০)। আয়ুব হোসেন ঝিকরগাছা উপজেলার বেলে বিশেহরি গ্রামের বাসিন্দা। তিনি মালিগাতী গ্রামে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিকরগাছা থেকে ছেড়ে আসা চৌগাছাগামী সবজি বোঝাই (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) একটি দ্রুতগামী ট্রাক পলুয়া গ্রামের মসজিদ মোড়ে পৌছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক কৃষক নুর ইসলাম ও মোটরসাইকেলের আরোহী আয়ুব হোসেন মারা যান।
পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ বলেন, ঘটনাটি মর্মান্তিক এ ঘটনায় নিহতেদের পরিবারে ও এলাকায় শোকের মাতম বইছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সবজি বোঝাই ট্রাকটি (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) জব্দ করে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
শিরোনাম:
- গদখালীতে মহাসড়কের পাশে ফুল বেচাকেনায় নিষেধাজ্ঞা
- বটতলায় ঐতিহ্যের লোকজ মেলায় সম্প্রীতির মেলবন্ধন
- আমাদের রবীন্দ্র চর্চা বাড়াতে হবে : অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়
- অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে : নার্গিস বেগম
- কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে ইউএনও’দের নির্দেশ
- যশোরে মোটর গ্যারেজ মালিককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ
- ডুমুরিয়ায় ৪ দিনব্যাপি বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন
- ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্স স্নাতক সমমানের দাবি