নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা টাইলস্ ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল। নির্বাচনকে ঘিরে শহরের প্রাণকেন্দ্র নীল রতনধর রোডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটার ও প্রার্থীরা মিলেমিশে অন্যরকম এক উৎসবে যোগ দিয়েছে। প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচনের আমেজ পেতে যাচ্ছে টাইলস্ ব্যবসায়ীরা। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ৪ জন নারী ভোটারসহ ৫৫জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১ পর্যন্ত ভোগ গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ আবু মুছা মঈন উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে ১২টি পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামলেও ইতিমধ্যে এ বি এন্টারপ্রাইজের সত্বাধিকারী অমল কুমার দেবনাথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও মেসার্স তামিম ট্রেডার্সের সত্বাধিকারী সাজ্জাদ হোসেন বাবু সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সম্পাদক পদে দু’জন ও সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে সোহেল মাসুদ হাসান টিটো ভোটারদের কাছে নিজেকে উন্নয়নের প্রতিক হিসেবে তুলে ধরেছেন। এই পদে তার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মই প্রতীকের তাবারক হোসেন। এছাড়া, নির্বাচনে সদস্য ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ১৩ জন। এরা হচ্ছেন, একমাত্র নারী প্রার্থী পি.বি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রাজিয়া সুলতানা গোলাপ ফুল প্রতীক, শেখ ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মঈনুর রহমান (সনি) টিউবওয়েল প্রতীক নিয়ে¦ ভোটারদের কাছে ছুটে গেছেন। ভোটারগন সদস্য প্রার্থী নির্বাচনে একমাত্র নারী প্রার্থী হিসেবে রাজিয়া সুলতানা ও সদস্য প্রার্থী মঈনুর রহমানের আচারনে সন্ত্ষ্টু। ভোটারগন সদস্য প্রার্থী এই দু’জনের বিজয়ীর ব্যাপারে আশাবাদী। সদস্য পদে নির্বাচনে মাঠে রয়েছেন, কলম প্রতীকের আবুল কালাম আজাদ বাবুল, কাপ পিরিচ প্রতীকের এ কে এম রাসেদুল ইসলাম, রিকশা প্রতীকের মুক্তাদিরুল হক, মোবাইল ফোল প্রতীকের মেহেদী হাসান, মোরগ প্রতীকের শরিফুল ইসলাম, কলস প্রতীকের মেহেদী হাসান, বাই সাইকেল প্রতীকের কুরবান আলী, বালতি প্রতীকের হাজ্জাজুল ইসলাম, ফুটবল প্রতীকের আজাহারুল ইসলাম, হ্যারিকেন প্রতীকের শেখ মাসুম বিল্লাহ ও হাতি প্রতীকের শেখর কুমার দেবনাথ।
নির্বাচনকে কেন্দ্র করে শহরের নীল রতনধর সড়কে প্রার্থীদের পোস্টার আর প্যানাতে ছেয়ে গেছে। আজ সকাল ১০ টা থেকে উৎসবমুখর পরিবেশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের নেতাকে নির্বাচিত করবেন।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম