ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকদের সঙ্গে নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে— ঘোড়মারা গ্রামের আকাশ (২০), শুকুর আলী (৬৫), মাসুম (৪৪), আকাশ শেখ (৩০), আকিজ লস্কর (৩৭) ও বাজিতপুর গ্রামের একরাম। নিজপুটিয়া গ্রামের রজব আলীকে ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকরা নির্বাচনি ক্যাম্পে বসে চা পানকালে নৌকা প্রার্থীর সমর্থকরা সামনে দিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপই সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই গ্রুপের কমপক্ষে ৬ জন আহত হন। নির্বাচনি ক্যাম্পের চেয়ার-টেবিলসহ চায়ের কাপ, কেটলি ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সবাইকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. সোহা জানান, গুরুতর একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা আশঙ্কামুক্ত।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব