বিবি প্রতিবেদক
সমাবেশের ওপর সংবিধানবিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট যশোর শহরে কালো পতাকা প্রদর্শন এবং মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছে।
গতকাল বেলা ১১টার দিকে মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।
বিক্ষোভ চলাকালে নেতৃবৃন্দ বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে একটি তামাশার নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপক্ষে লড়ছে তাদেরই হেভিওয়েট নেতারা স্বতন্ত্রের মোড়কে। আর তাদের সঙ্গে সঙ্গত দিচ্ছে বিশ্ববেহায়াখ্যাত এরশাদের দল জাতীয় পার্টি।
নেতৃবৃন্দ বলেন, ’৯০-এর স্বৈরাচার এরশাদের দল জাতীয় পার্টি আর নব্য স্বৈরাচার একসঙ্গে নির্বাচন করে গত ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে আছে জাতির ঘাড়ে। একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অপরদিকে দেশের খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমছে। এইরকম একটা অসহনীয় পরিবেশে আমরা বসবাস করছি।
নির্বাচন কমিশনের সংবিধানবিরোধী আচরণের কারণে আজ দেশব্যাপি বাম গণতান্ত্রিক জোট কালোপতাকা আর মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তারা ভাত দেয়ার কেউ না হলেও কিল মারার গোঁসাই হয়েছে। সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার কেড়ে নেয়ার ক্ষমতা কারও নেই।
৭ জানুয়ারির নির্বাচনে দেশের অধিকাংশ দলই অংশগ্রহণ করছে না দাবি করে নেতৃবৃন্দ বলেন, ওই দিন দেশের সাধারণ মানুষ কেউই ভোট কেন্দ্রে যাবেন না, ভোটদান থেকে বিরত থাকুন।
নেতৃবৃন্দ প্রহসনের নির্বাচন বাতিল, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, সভা-সমাবেশের অধিকার ফিরিয়ে দেয়া এবং জনঅংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটুর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক হাচিনুর রহমান, আলাউদ্দিন প্রমুখ।
শিরোনাম:
- মালিক-শ্রমিক দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
- পদ্মাসেতুর ট্রেন চলাচল উদ্বোধনের দিন বিক্ষোভ করবে যশোরবাসী!
- যশোরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত
- যশোর শহরের দড়াটানা ও ঢাকা ব্রিজ এলাকায় ভৈরব নদে ভয়াবহ পানি দূষণ
- যশোরে নাশকতা মামলায় ১২৫ নেতাকর্মী কারাগারে, আদালত চত্বরে স্লোগানে উত্তাল
- ঝিনাইদহ ক্যাডেট কলেজে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- মৌ হিজড়ার স্বর্ণালংকার ও মালামাল আত্মসাত, দায়ীদের শাস্তির দাবি
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত