বিবি প্রতিবেদক
যশোর কালেক্টরেট পার্কে শাহরিয়ার হোসেন নামে এক কিশোরকে ছুরিকাঘাত, টাকা এবং মোবাইল ফোনসেট ছিনতাইয়ের অভিযোগে অহিদুজ্জামান রাব্বি নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে এই ঘটনার পর রাব্বিসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। শনিবার রাব্বিকে কারাগারে পাঠানো হয়েছে।
অহিদুজ্জামান রাব্বি সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। এই মামলার পলাতক দুই আসামি হলো, রামনগর গ্রামের আলভি হোসেন ও আরাফাত হোসেন।
বাদী ফরিদ হোমেন মামলায় জানিয়েছেন, তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে। তিনি আর্স বাংলাদেশ নামে একটি এনজিওতে যশোরে চাকরি করেন। চাকরির সুবাদে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। ২২ ডিসেম্বর সকালে তার শ্যালক শাহরিয়ার হোসেন বাদীর বাসায় বেড়াতে আসেন। একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে কালেক্টরেট পার্কে ঘুরতে আসেন শাহরিয়ার হোসেন। এসময় দুর্বৃত্তরা শাহরিয়ারের পিছন থেকে ছুরিকাঘাত করে। মাটিতে পড়ে গেলে তার পকেটে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। এসময় শাহরিয়ারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অহিদুজ্জামান রাব্বিকে আটক করে। পাশাপাশি তার সাথে থাকা অন্য দুইজন হত্যার হুমকি দিয়ে পালিয়ে চলে যায়। পরে থানা পুলিশকে অবহিত করা হলে অহিদুজ্জানকে হেফাজতে নিয়ে ওইদিন রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়।
শিরোনাম:
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক