বিবি প্রতিবেতক
যশোরে এক কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক দম্পতিকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। গত ২৪ ডিসেম্বর রাত ১১টার দিকে শহরতলীর মুড়লী খা’পাড়ায় ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী মেহেদী হাসান রনি কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন- মুড়লী খা’পাড়ার শাহাজান আলী, তার ছেলে শান্ত, একই এলাকার ইমামুল হোসেন ও আব্দুর রহমান।
বাদী মেহেদী হাসান রনি অভিযোগে বলেছেন, তিনি যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনীর নাছিম চৌধুরীর ছেলে। কিন্তু মুড়লী খা’পাড়া শ^শুর বাড়িতেই বসবাস করেন। এলাকার আরমান ও জয় কিশোর অপরাধী হিসেবে চিহ্নিত। রাস্তা দিয়ে চলাচলের পথে ওই দুইজনে বাদীর শ্যালিকাকে প্রায়ই সময় উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ওই দুইজনের অভিভাবকদের জানানো হলে বাদীর শ^শুরের পরিবারের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে কিশোর অপরাধীরা। তারই জের ধরে গত ২৪ ডিসেম্বর রাত ১১টার দিকে আসামিরা ধারালো চাকু, হকিস্টিক, লোহার রড ও লাঠিসহ বিভিন্ন ধরণের দেশিয় অস্ত্র নিয়ে বাদীর শ^শুর মৃত মোহাম্মদ আলী বাবু বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় গালিগালাজ করতে নিষেধ করেন বাদী মেহেদী হাসান রনি। এতে আরো ক্ষিপ্ত হয়ে রনিকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে ঘর থেকে রনির স্ত্রী উর্মি খাতুন এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।
কিন্তু এরপরও থেমে নেই আসামিরা। বাদীর শ^শুর বাড়ির সামনে এসে আবারো গালিগালাজ করছে বলে জানিয়েছেন উর্মি খাতুন। এই ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। তবে আসামিদের ভয়ে জীবনাশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন রনিসহ তার শ^শুর বাড়ির লোকজন।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম