বিবি প্রতিবেদক
যশোরে চাকুসহ মিরাজ নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। গত ২৪ ডিসেম্বর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলা এলাকা থেকে আটকের পর আটক মিরাজসহ দুই সহোদরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক মিরাজ বারান্দী মােল্যাপাড়া বাঁশতলার বাসিন্দা। এই মামলার পলাতক আসামি মিরাজের ভাই আজিজুল ইসলাম।
সদর ফাঁড়ি পুলিশের এসআই ইমরানুর কবীর মামলায় জানিয়েছেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর জানতে পারেন যে কয়েকজন সন্ত্রাসী চাকু নিয়ে সাধারণ জনগণের মধ্যে আতংক সৃষ্টি করছে। এসময় সেখানে অভিযান চালিয়ে মিরাজকে আটক করা হয়। সাথে তার ভাই আজিজুল ইসলামসহ আরো ২/৩জন পালিয়ে যায়। এই ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
শিরোনাম:
- চৌগাছার বলুহ মেলায় অশ্লীল নৃত্য : ৪ জনকে কারাদণ্ড
- যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ ও স্বেচ্ছাসেবক দলনেতাসহ নিহত ৪
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার