নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে ব্যাঙের ছাতার মত অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে কয়েকশত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কোনরকম দক্ষ ডাক্তার নার্স ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। কথিত আছে স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় মাস্তান ও কথিত সাংবাদিকদের ম্যানেজ করে জেলাব্যাপি দালাল রেখে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শহরের দড়াটানা, জেলরোড, ঘোপ নওয়াপাড়া রোড ও ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় গড়ে ওঠা এসব ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলোর অধিকাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সামনে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের সাইনবোর্ড থাকলেও তাদের প্রায় কারোরই এসব স্থানে রোগী দেখতে আসতে দেখা যায় না। অনেক সময় একই ডাক্তারের নাম দেখা যায় একাধিক ক্লিনিক ও হাসপাতালের সাইনবোর্ডে। এদিকে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা আইনে বলা হয়েছে প্রতিটি হাসপাতালে অন্তত একজন এমবিবিএস ডাক্তার ও তিনজন ডিপ্লেমা নার্স থাকা বাধ্যতামূলক। কিন্তু এসব ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ নিয়ম মানার কোন বালাই নেই।
যশোর শহরের শংকরপুর এলাকার শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্ত্রীর মাজার ব্যথার চিকিৎসা করাতে এসে দালালের খপ্পরে পড়ে এক হাসপাতালের সামনের মার্কেটের এক সাইনবোর্ডবিহীন ক্লিনিকে যেয়ে হয়রানির শিকারের পাশাপাশি কয়েক হাজার টাকা গচ্চা দিতে হয়েছে। প্রতিবাদ করলে স্থানীয় মাস্তান বাহিনী হুমকি ধামকি দেয়।
এদিকে, সদর হাসপাতালের সামনের মর্ডান হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে গতবছর ৪ মার্চ এক রোগী ভুল চিকিৎসায় মারা গেছে বলে অভিযোগ রয়েছে। পরে খুব দ্রুত হাসপাতাল কতৃপক্ষ কিছু টাকা একটি গাড়ি ঠিক করে দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। তবে নিহতের পরিবারের দাবি ভুল চিকিৎসায় আরিফের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মডার্ন হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, তাদের এখানে সার্বক্ষণিক তিনজন চিকিৎসক থাকেন। এই প্রতিষ্ঠানটিতে ১০টি ক্যাবিন ছাড়াও রয়েছে ৩০টি বেড।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব