অভয়নগর প্রতিনিধি
যশোর-৪ আসনে (অভয়নগর, বসুন্দিয়া ও বাঘারপাড়া) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেছেন, নৌকা প্রতীকে ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। এতে দেশের উন্নয়ন হবে। গতকাল সকালে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
এনামুল হক বাবুল বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী ও উন্নয়ন হবে। উন্নয়নের মাধ্যমে দেশকে আরও আধুনিকায়ন ও উন্নত দেশে রূপান্তরিত করা হবে। এ আসনের প্রতিটি অঞ্চলের উন্নয়ন ঘটানো হবে। অবহেলিত ও বঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন করা হবে।
তিনি বলেন, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে নওয়াপাড়া ভৈরব নদী ও ভবদহ সমস্যা সমাধান করবেন।
এ ছাড়া তিনি নওয়াপাড়া রেলস্টেশন চত্বরে অভয়নগর নওয়াপাড়া পৌর ইকুভমেন্ট হ্যান্ডলিং ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে মতবিনিময় সভায় অংশ নেন। হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাগুন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক বাবুল।
এর আগে তিনি ওই ওয়ার্ডের পাগলীর মোড় বাজার, চাষিক্লাব বাজার, দপ্তরী পাড়া, ফিল্লার মোড়, ইসলাম পাড়া ও ধোপাপাড়া মোড়ে অবস্থান সনময় জনগণের সাথে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সাংসদ এম এম আমিন উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও তার কাছে দোয়া প্রার্থনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যা, শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খানম, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোতালেব হোসেন ফারাজী, ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিত হোসেন, কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব