নড়াইল প্রতিনিধি
যদি ভোট কেন্দ্রে না যান তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে বলে ভোটারদের ভোটদানে উৎসাহিত করেছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মাশরাফি বিন মোর্তজা।
‘আমি আমার পরিবার নিয়ে বাফার জোনে ছিলাম। সেখান থেকে নড়াইলের উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আগামী ৭ জানুয়ারি আপনারা আমার দায়িত্ব নেবেন। ৮ জানুয়ারি থেকে আমি আপনাদের দায়িত্ব নেবো’
গতকাল সকালে নড়াইল-২ আসনের নৌকা প্রার্থী নিজের নির্বাচনী এলাকা নড়াইল সদরের শিঙ্গিয়া বাজার, বাগডাঙ্গাসহ হবখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। এসব পথসভায় মাশরাফিকে দেখতে হাজার হাজার লোক উপস্থিত হন এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় মাশরাফি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি শুধু আপনাদের ভবিষ্যৎ নির্ভর করছে না, নির্ভর করছে আপনাদের ঘরে ঘরে যে ছোট ছোট শিশুরা আছে তাদের ভবিষ্যত।’
নির্বাচনবিরোধী কারও কথা না শোনার তাগাদা দিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আপনারা বিভিন্ন লোকের মিষ্টি মিষ্টি কথা ও প্রলোভনে আপনাদের মূল্যবান ভোট যদি এদিক সেদিক দেন, আপনারা কত বড় ধোঁকা খাবেন, সেটা আপনারা নিজেরাও জানেন না।’
তিনি আরও বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে বাফার জোনে ছিলাম। সেখান থেকে নড়াইলের উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আগামী ৭ জানুয়ারি আপনারা আমার দায়িত্ব নেবেন। ৮ জানুয়ারি থেকে আমি আপনাদের দায়িত্ব নেবো।’
নির্বাচনী গণসংযোগ ও পথসভায় সদরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, হবখালি ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
- ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক
- ইজারাদার দুই পক্ষ আদালতে, খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ
- যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত
- যশোর ইপিজেড প্রকল্পের ভূমি উন্নয়নে ১৫৪ কোটি ব্যয় অনুমোদন
- যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৫জনকে অচেতন
- চৌগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ