চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় প্রসাশনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়ছে এক স্কুলছাত্রী। বাল্যবিয়ে বন্ধ করে অভিভাবকের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার পাতিবিলা গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
রক্ষা পাওয়া মেয়েটি পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও পাতিবিলা গ্রামের উত্তর পাড়ার ওলিয়ার রহমানের মেয়ে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার মাধ্যমে বাল্যবিয়েটি বন্ধ করেন। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই ছাত্রীর (১৪) সঙ্গে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে মারুফ হোসেনের (২২) বিয়ের আয়োজন চলছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, কনের অভিভাবকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বাল্যবিবাহের কুফল সমপর্কে কনের মা ও বাবাকে বোঝানো হয়। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকাও নেন।
শিরোনাম:
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
- ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক
- ইজারাদার দুই পক্ষ আদালতে, খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ
- যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত
- যশোর ইপিজেড প্রকল্পের ভূমি উন্নয়নে ১৫৪ কোটি ব্যয় অনুমোদন
- যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৫জনকে অচেতন
- চৌগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ