নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় সাপের কামড়ে গণেশ মিশ্র ফুলু ঠাকুর (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ৮টার দিকে উপজেলার পতিবিলা ইউনিয়নের মুক্তদহ গ্রামের পূবের মাঠে এ ঘটনা ঘটে।
গণেশ মিশ্রের ভাতিজা ও চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় বলেন, ‘আমার মেজে কাকা গণেশ মিশ্র ফুলু ঠাকুর গ্রামের পূবের মাঠে তার নিজের সরিষা ক্ষেত দেখতে যান। ওই সময় সরিষা ক্ষেতের ভেতর থেকে তার পায়ে কিছু একটা কামড় দেয়। পোকার কামড় ভেবে তিনি গুরুত্ব দেননি। পরে তিনি নিজে বাইসাইকেল চালিয়ে দ্রুত বাড়ি ফিরে আসেন। বাড়িতে পৌঁছেই তিনি মাঠিতে পড়ে যান। বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের জরুরি বিভাগে বর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল ইমরান বলেন, হাসপাতালে আনার আগেই ওই রোগীর মৃত্যু হয়।
শিরোনাম:
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
- ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক
- ইজারাদার দুই পক্ষ আদালতে, খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ
- যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত
- যশোর ইপিজেড প্রকল্পের ভূমি উন্নয়নে ১৫৪ কোটি ব্যয় অনুমোদন
- যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৫জনকে অচেতন
- চৌগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ