নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) বিশেষ সংকলন ‘বিদ্রোহী’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের পোস্ট অফিস পাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, সাংবাদিক ও গবেষক সাজেদ রহমান, প্রফেসর দীনেশ মন্ডল।
প্রধান আলোচক ছিলেন, কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার। আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গবেষক ড. সবুজ শামীম আহসান, কবি ও কথাসাহিত্যিক রাশিদা আখতার লিলি, কবি নাঈম নাজমুল।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ সম্পাদক কবি কাজী নূরসহ অন্য বক্তারা বলেন, বিদ্রোহী ২৭তম সংখ্যায় ৮ দেশের ১১৪ কবি সাহিত্যিকের লেখায় সমৃদ্ধ হয়েছে।
শিরোনাম:
- সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত
- জামায়াত কার্যালয় থেকে সরকারি সার-বিজ উদ্ধার
- ঝিনাইদহে চলছে গরিবের চাল নিয়ে চালবাজি
- উৎসবমুখর পরিবেশে শালিখা প্রেসক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহয়তা বিতরণ
- যশোরে শাগুফ্তাস বিউটি ক্রিয়েশন অ্যাণ্ড পার্লারের উদ্বোধন
- সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় দোয়া
- সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন দাবি নিয়ে জেইউজে’র মানববন্ধন
