ঝিকরগাছা প্রতিনিধি
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনের নৌকা মার্কাকে জয়ী করতে ঝিকরগাছা ট্রাক টার্মিনালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বৈঠকে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন ডা. তৌহিদুজ্জামান তুহিনের স্ত্রী ডাক্তার তাসলিমা আহম্মেদ জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাদের আজাদ, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও অ্যাডভোকেট এমদাদুল হক দুলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সুজন, পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, যুবলীগ নেতা কামরুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা তাতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ।
শিরোনাম:
- ঘুসের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে
- যশোরে খালেদা জিয়ার রুহের মাগফেরা কামনায় জমিয়াতুল মোদার্রেছীনের দোয়া
- বেগম খালেদা জিয়া জনকল্যাণে আত্মনিয়োগ করেছিলেন : অমিত
- জামিনে বেরিয়ে মাদ্রাসা শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগ
- যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার ঘটনায় মূল শুটার ত্রিদিব চক্রবর্তী আটক
- ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- বেনাপোলে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- যশোরে প্রাথমিক শিক্ষা অফিসার আলমের মুক্তির দাবিতে মানববন্ধন
