ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের চারটি আসনে ২৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহর-গ্রাম। উৎসবমুখর হয়ে উঠেছে নির্বাচনি পবিবেশ। প্রার্থীরা ভোট চেয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন। ছোট ছোট দলের প্রার্থীরাও মাঠে নেমে ভোট চাচ্ছেন। এদিকে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থী থাকায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে সহিংসতা।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ-১ আসন ও ঝিনাইদহ-২ আসনে নির্বাচনি সহিংসতা বেশি ঘটছে। এ পর্যন্ত ঝিনাইদহ-২ আসনে ১৫টি ও ঝিনাইদহ-১ আসনে তিনটি মারামারির মামলা হয়েছে। আর এসব সহিংস ঘটনা ঘটছে নৌকার প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের।
ঝিনাইদহ-১ : এ আসনে ছয় জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত নৌকা প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাইয়ের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের মধ্যে। এখানে অন্য প্রার্থীরা হলেন-জাপা প্রার্থী মনিকা আলম, তৃণমূল বিএনপিকে এম জাহাঙ্গীর মজমাদার, স্বতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন ও ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী আনিসুর রহমান।
ঝিনাইদহ-২ : এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি। অন্যদিকে মনোনয়ন না পেয়ে স্বতস্ত্র প্রার্থী হয়েছেন নাসের শাহারিয়ার জাহেদী মহুল। এ দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। অন্য প্রার্থীরা হলেন-ন্যাপের খোন্দকার হাফিজুর রহমান ফারুক, কল্যাণ পার্টির প্রার্থী আব্দুল হান্নান খাঁ, তৃণমূল কংগ্রেস প্রার্থী জামরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির নজরুল ইসলাম, জাসদের ফজলুল কবির, জাতীয় পার্টির মাহফুজুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দিন, এনপিপির মিজানুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরিফ মোহাম্মদ বদরুল হায়দার।
ঝিনাইদহ-৩ : এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান এমপি শফিকুল আজম খান চঞ্চলের। এ আসনে অন্য প্রার্থী হলেন নবী নেওয়াজ (স্বতন্ত্র) ও জাপার আব্দুর রহমান।
ঝিনাাইদহ-৪ : এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি আনোয়ারুল আজিম আনার। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে কালীগঞ্জ উপজেলাা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের। অন্য প্রার্থীরা হচ্ছেন-তৃণমূল বিএনপির নুরুদ্দিন আহমেদ, জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু ও নজরুল ইসলাম (স্বতন্ত্র)
শিরোনাম:
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত
- পুনশ্চ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- শীতে বাড়ছে রোগীর চাপ নাজুক চিকিৎসা সেবা
- মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
- যশোরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় সভা
- সাজা শেষে দেশে ফিরলেন ২ ভারতীয়
- শালিখার চিকিৎসা নিতে আসা অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
- বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ