বিবি প্রতিবেদক
চৌগাছা-ঝিকরগাছা দুই উপজেলা নিয়ে সংসদীয় আসন যশোর-২। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার প্রচারণা। শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা। নৌকা, ট্রাক ও লাঙ্গলের প্রচার-প্রচারণা দৃশ্যমান হলেও অন্য প্রার্থীদের তেমন প্রচার দেখা যাচ্ছে না। ভোটাররা মনে করছেন পাঁচ প্রার্থী মাঠে থাকলেও মূল লড়াইটা হবে নৌকা ও ট্রাক প্রতীকের মধ্যে।
যশোর-২ আসনে নির্বাচনে ছয় প্রার্থী মনোনয়ন নিয়ে প্রচার প্রচারণা শুরু করেছিলেন। গত ২৫ ডিসেম্বর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান সংবাদ সম্মেলন করে নৌকার মার্কার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বর্তমানে পাঁচ প্রার্থী নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় আছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ডা. তৌহিদুজ্জামান তুহিন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মনিরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী নাঙ্গল প্রতীকের মুফতি ফিরোজ শাহ, বাংলাদেশ কংগ্রেস’র ডাব প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র প্রার্থী টেলিভিশন প্রতীকের শামসুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে মতে, যশোর-২ আসনের চৌগাছা উপজেলার পুরুষ ভোটার ৯৯ হাজার ৬১৪ জন, মহিলা ভোটার ৯৭ হাজার ৪৫২ জন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৬ জন। ঝিকরগাছা উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ২৯ হাজার ৮০৯ জন, মহিলা ভোটার ১ লাখ ২৯ হাজার ৮১৪ জন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৬২৫ জন। এই আসনে সর্বমোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৬৬১ জন।
এসব ভোটারের মন জয় করতে প্রার্থী ও তাদের সমর্থকগণ বহুমুখী প্রচার প্রচারণায় মেতে উঠেছেন। নিজেদের নির্বাচনী এলাকার ভোটারদের সাথে নানাভাবে যোগাযোগ করছেন। এলাকার গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, বাজারে যেয়ে ভোট ও দোয়া চাচ্ছেন।
ঘুম নাওয়া খাওয়া ভুলে সবাই তার পছন্দের মার্কা ও প্রার্থীকে জিতিয়ে আনতে বা বিজয়ী করতে মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী বৈতরণী পার হতে পৌষের শীত উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন গ্রামের পর গ্রাম। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের পরিধি। বাসা বাড়িতে, অফিসে, চায়ের দোকানে, হাটে ঘাটে বাজারে সবখানে একই আলোচনা, সমালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ এই নির্বাচনকে কেন্দ্র করে। সবাই চাইছে তার আশা আক্সক্ষার প্রতিফলন ঘটুক এই নির্বাচনের মাধ্যমে। এই আসনটি সর্বত্র নৌকা ও ট্রাক মার্কার ব্যাপক প্রচার লক্ষণীয়, লাঙ্গল মার্কার প্রচার দৃশ্যমান হলেও অন্য প্রার্থীদের প্রচার তেমন দেখা যাচ্ছে না। সবার প্রত্যাশা একটাই প্রতিদ্বিতামূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শিরোনাম:
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত
- পুনশ্চ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- শীতে বাড়ছে রোগীর চাপ নাজুক চিকিৎসা সেবা
- মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
- যশোরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় সভা
- সাজা শেষে দেশে ফিরলেন ২ ভারতীয়
- শালিখার চিকিৎসা নিতে আসা অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
- বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ