বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের নির্বাচনী প্রচারণার পথসভা জনসমাবেশে পরিণত হয়েছে।
বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকার পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত বসুন্দিয়াবাসী জানান দিল এনামুল হক বাবুলের পক্ষে এবার সবাই একাট্টা। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমানের সভাপতিত্বে সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।
নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের সফরসঙ্গী হিসেবে সভায় বক্তব্য দেন অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন, সাবেক ছাত্রলীগের সভাপতি শাহ খালিদ মামুন, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত।
শেখ ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগাঠনিক সম্পাদক হারুনার রশীদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, ওয়ার্ড সদস্য আতিয়ার রহমান খান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা কামাল হোসেন, সিরাজুল ইসলাম, হাসিব আহম্মেদ ইমন, নোমান হোসেন, ইকরাম গাজী, রোমেল খান, ছাত্রলীগ নেতা সাকিব খান, সাহাদ সরদারসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী