রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘নৌকার পক্ষে গণজাগরণ তৈরি হয়েছে। এই গণজাগরণ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে পারলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা সরকারর উন্নয়নের কারণে সাধারণ জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নৌকার বিজয় সুনিশ্চিত। এ বিজয় ঠেকাতে টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা চলছে, এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদান করবেন। মণিরামপুর বাসি নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি করেছে-তাতে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে প্রদান করবে জনতা’।
গতকাল বিকেলে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রচার প্রচারণা শেষে মোবারকপুর শ্মশান মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান তরুণ আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, মশ্মিমনগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগ সভাপতি এমএম ইমরান খান পান্না, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম টুলু, আমজাদ আলী খান, মনিরুজ্জামান মনি, নিতাই চন্দ্র পাল, রাজু আহমেদ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক