রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘নৌকার পক্ষে গণজাগরণ তৈরি হয়েছে। এই গণজাগরণ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে পারলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা সরকারর উন্নয়নের কারণে সাধারণ জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নৌকার বিজয় সুনিশ্চিত। এ বিজয় ঠেকাতে টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা চলছে, এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদান করবেন। মণিরামপুর বাসি নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি করেছে-তাতে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে প্রদান করবে জনতা’।
গতকাল বিকেলে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রচার প্রচারণা শেষে মোবারকপুর শ্মশান মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান তরুণ আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, মশ্মিমনগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগ সভাপতি এমএম ইমরান খান পান্না, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম টুলু, আমজাদ আলী খান, মনিরুজ্জামান মনি, নিতাই চন্দ্র পাল, রাজু আহমেদ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোর মটর পার্টস সমিতির নির্বাচনে ৫৫ জনের মনোনয়নপত্র জমা
- লোকসমাজের প্রকাশক সুমিতের শ্বশুরের ইন্তেকাল, দাফন সম্পন্ন
- বাংলার মিলন মেলার লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন বৃহস্পতিবার
- স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত যশোরবাসী
- বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করছে জাকের পার্টি : মহাসচিব
- চুকনগর বণিক সমিতির নির্বাচনে সাহিদুল সভাপতি বিল্লাল সম্পাদক
- কদমতলা বাজার কমিটির আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক
- সাতক্ষীরায় পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ আটক ১