ঝিনাইদহ প্রতিনিধি
গতকাল বিকেল ৩টা থেকে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে একে একে বাড়তে থাকতে মানুষের ভিড়।
ঝিনাইদহ-২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল আর তার প্রতীক ঈগর শ্লোগানে মুখরিত হয় মাঠ ও আশেপাশের এলাকা। জেলা শহর ঝিনাইদহ যেন মুহূর্তে পরিণত হয় জনসমুদ্রে।
শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষের সাথে এ সমাগম সম্পর্কে আলাপ করলে তারা বলেন, নিকট অতীতে এত ব্যাপক জনসমাগম তারা দেখেননি। এর আগে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা হাইস্কুল মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। সে সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, কালীচরণপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই প্রজ্জ্বলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে শহরে ঈগল মার্কায় ভোট চেয়ে নির্বাচনী মিছিল হয়। পরে তিনি সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেবপুর বাজারে নির্বাচনী পথসভায় আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা