মণিরামপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী ঈগল প্রতীকের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে পৌর শহরের ভগমানে পাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈগল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আদম আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা শাহ জালাল, জিএম মিলন হোসেন ও সাধন দাস।
অপরদিকে, বিকেলে খেদাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পরে দিঘিরপাড় বাজারে ঈগল মার্কার নির্বাচনী পথসভায় এস এম ইয়াকুব আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার একজন সহযোগী হয়ে কাজ করতে আমাকে ঈগল মার্কায় ভোট দিবেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, আপনারা হুমকি-ধামকি ভয় পাবেন না। আপনারা নির্ভয়ে ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। আপনারা ভোট দিলেই ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত হবে।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দু হাজরা, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা বেগম, এস এম ইয়াকুব আলীর জৈষ্ঠপুত্র ফাহিম শাহরিয়ার, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লক্ষণ পাল, মহাসিন হোসেন, কৃষকলীগ নেতা আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম