বিবি প্রতিবেদক
দেশে চলমান উন্নয়নের ধারা রক্ষার জন্য যশোরবাসীকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বৃহস্পতিবার যশোর পৌরসভার ১ নং ওয়ার্ডে শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি সবাইকে এ আহ্বান জানান।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘শেখ হাসিনা দেশব্যাপী নজরবিহীন উন্নয়ন করেছেন। সব সেক্টরকে সমানতালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও শিল্পে বিপ্লব ঘটেছে। দেশের সাধারণ মানুষের মাথাপিছু আয় চারগুণ বৃদ্ধি পেয়েছে। সামাজিক সুরক্ষার আওতায় বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, টিসিবি কার্ডসহ ১৩০ রকমের ভাতা দেয়া হচ্ছে। গৃহহীনরা গৃহ পাচ্ছেন। স্বপ্নের পদ্মাসেতু করা সম্ভব হয়েছে। যার ফলে যশোরসহ দক্ষিণ অঞ্চলের মানুষের দেশের মূল ভূখন্ডের সাথে সহজেই যুক্ত হতে পাচ্ছেন। এছাড়াও বহু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। শেখ হাসিনার এসব উন্নয়নের প্রতিদান হিসেবে সবাইকে একযোগে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
পৌর কাউন্সিল সাইদুর রহমান রিপনের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকীর সঞ্চলনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এসএম কামরুজ্জামান চুন্নু, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিল শেখ জাহিদ হোসেন মিলন, শহর আওয়ামী লীগ নেতা শাহজান কবির শিপলু, যুবলীগ নেতা মোমিনুর রহমান, তোফায়েল হোসেন প্রমুখ।
শিরোনাম:
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক