বিবি প্রতিবেদক
তৃণমূল বিএনপিকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়ে দল থেকে সম্পর্ক ছিন্ন করে যশোর-৫ (মণিরামপুর) আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মেজর (অবসরপ্রাপ্ত) আ.ন.ম মোস্তফা বনি। গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এসময় তার সঙ্গে তার বড় ছেলে আবদুল্লাহ ইয়াসিন ও নিকট আত্মীয় মেহেদী ইমরান উপস্থিত ছিলেন।
নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বনি বলেন, তৃণমূল বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার শুরু থেকেই অত্যন্ত হীনমন্যতায় ভুগছি এবং আত্মদহনে দগ্ধ হচ্ছি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি একটি অত্যন্ত কৃষকায়, তলাবিহীন ঝুড়ির মতো দল। একজন সাবেক সেনা কর্মকর্তার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে এমন একটি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান এবং অমর্যাদাকর। এই দল আমার জন্য মানানসই নয় এবং সংসদ সদস্য পদে প্রার্থিতা করার জন্য উপযুক্ত প্লাটফর্ম নয়।’ তিনি আরও বলেন, ‘দেশের বিরাজমান প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেয়াটা কতটুকু সমীচীন হবে, একজন বিবেকবান মানুষ হিসেবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। দেরিতে হলেও এ বিষয়টি উপলব্ধি করতে পেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তৃণমূল বিএনপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন ও যশোর-৫ মণিরামপুর আসনের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’
প্রসঙ্গত, যশোর-৫ (মণিরামপুর) আসনে মেজর (অবসরপ্রাপ্ত) আ.ন.ম মোস্তফা বনিসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। আওয়ামী লীগ মনোনীত স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, জাতীয় পার্টির এমএ হালিম। এই আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াইয়ের আভাস মিলেছে। নিজ দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে গত ৪ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় পার্টির এমএ হালিম। আর গতকাল সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী মেজর বনি।