বিবি প্রতিবেদক
ভোট বর্জন নয়, নিরব ব্যালট বিপ্লবের আহ্বান জানিয়েছেন যশোর-৩ (সদর) আসনের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী অ্যাড. সুমন কুমার রায়। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি, ভোট বর্জনকারীদের ৭ জানুয়ারি নীরব ব্যালট বিপ্লবের আহ্বান জানান।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। তবুও আমরা বিশ^াস করতে চায় এবার সুষ্ঠু ভোট হবে। বিএনপি ও তার মিত্র দলগুলো ভোট বর্জনের ডাক দিয়েছে। তাদের কাছে আমার আহ্বান, আপনারা ভোট বর্জন না করে ৭ জানুয়ারি নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাকে বিজয়ী করুন। আমি নির্বাচিত হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তবর্তীকালীন নির্বাচনের জন্য লড়াই করবো। তিনি অভিযোগ করেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে নানাভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে। যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এসময় তার সঙ্গে দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম