কেশবপুর প্রতিনিধি
‘আমাকে “স্যার” বলার দরকার নেই; আমি আপনাদের “আজিজ” হয়েই থাকতে চাই’- কথাগুলো বলেছেন যশোর-৬ (কেশবপুর) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজ। নির্বাচনে ফল ঘোষণার পরপরই তিনি উপস্থিত জনগণের উদ্দেশে এই কথা বলেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আজিজুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাবশালী রাজনীতিক, এই আসনের সাবেক সংসদ সদস্য নৌকা মার্কার প্রার্থী শাহীন চাকলাদারকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
যশোর-৬ (কেশবপুর) আসনে বেসরকারি ফলাফলে ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আজিজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ৯ হাজার ৬৭৮ ভোটে পরাজিত হয়েছেন। নৌকার এ প্রার্থী পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।
রোববার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণার পর আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে কেশবপুরের ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে। বিজয়ী প্রার্থী আজিজুল ইসলাম ফল শোনার পর কেশবপুর পাবলিক ময়দানে উচ্ছ্বসিত কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।
তিনি বক্তব্য প্রদানকালে বলেন, ‘আমার সঙ্গে কথা বললে সবাই সুখ-দুঃখের কথা বলবেন। আমি আপনাদের আজিজ হয়েই থাকতে চাই। আমাকে কেউ স্যার বলবেন না। আমি আপনাদের পরিবারের মানুষ হয়ে থাকতে চাই। আপনারা আমাকে অন্যকিছু বলে আলাদা করে রাখবেন না।’
তিনি আরও বলেন, ‘আপনারা নিজ নিজ এলাকায় ফিরে আমাদের পক্ষে যারা কাজ করেছেন এবং গোটা এলাকাবাসীকে আমার সালাম জানাবেন। এই মুহূর্তে সবার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। সবাইকে আমার সালাম ও কৃতজ্ঞতা জানাবেন।’
শিরোনাম:
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’