বিবি প্রতিবেদক
যশোর তথা দেশের সবচেয়ে বড় চমক দেখিয়ে নৌকার হেভিওয়েট প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীকে হারিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী দলীয় নেতাকমীর্ ও স্বতঃস্ফূর্ত জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন। গতকাল দুপুরে নিজ গ্রামের বাড়ি আগরহাটিতে আসলে হাজার হাজার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অনুভূতি ব্যক্ত করে এস এম ইয়াকুব আলী বলেন, জনগণের ভালোবাসায় আমি সিক্ত হলাম। জনগণের এই ভালোবাসা আমি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে উৎসর্গ করছি। তিনি আরো বলেন, আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখবো। আমি আপনাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, নেহালপুর ইউনিয়ের চেয়ারম্যান এমএম ফারুক হুসাইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকমীর্রা।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম