কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে গোবিন্দপুর গ্রামে এজমালি শরিকের পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৪ জন গুরুত্বর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা এ সময় আহত আব্দুর রহিমের কাছ থেকে নগদ টাকাও ছিনতাই করে। আহতদের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আব্দুল হান্নান মোড়ল ও মিলন রহমান মোড়লদের একটি এজমালি শরিকের পুকুর রয়েছে। দুই শরিকের মধ্যে জমাজমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর মধ্যে গত ১১ জানুয়ারি হান্নান মোড়লরা শরিকের পুকুর থেকে কিছু মাছ শিকার করে। তার জের ধরে গতকাল সকালে মিলন রহমান (৩৫), সরুপ মোড়ল (৫০) সিরাজুল ইসলাম ময়না (৪৮) সরুপ মোড়লের ছেলে সাব্বির (২৫) গংরা হান্নান মোড়লের বাড়িতে গিয়ে চড়াও হয়। এ সময় হামলাকারীরা ধারালো দা ও বাঁশের লাঠিসোটা দিয়ে হান্নান মোড়লদের পরিবারের উপর হামলা করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় হান্নান মোড়ল (৫০), আব্দুর রহিম (৫৫), আব্দুর রউফ (৪৫), রহিমের দ্বিতীয় স্ত্রী মাগফুরা বেগমকে (৩৫) গুরুত্বর আহত অবস্থায় কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় হামলাকারীরা আব্দুর রহিমের কাছ থেকে জোরপূর্বক একলাখ ৩০ হাজার টাকা চিনিয়ে নেয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে হান্নান মোড়ল থানায় লিখিত অভিযোগ করেছেন।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম