মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখায় ৪৪ ধারা উপেক্ষা করে জমি দখল নিয়েছে প্রতিপক্ষ। কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবি বাদীপক্ষের। নাম জারি সংশোধনীতে বাদীপক্ষ উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর একটি আবেদন করেছে। ঘটনাটি ঘটেছে শালিখা উপজেলার পাথরঘাটা গ্রামে।
মামলা সূত্রে জানা যায় পাথরঘাটা গ্রামের সমছের মন্ডল তার চার মেয়ের মধ্যে তিন মেয়ে মাজেদা খাতুন, শরভানু ও কদভানুকে ৫৪ শতক করে এক একর ৬২ শতাংশ জমি দান করেন। পরবর্তীতে শরভানু তার অংশের ৪২ শতক জমি পাথরঘাটার আশিকুলের কাছে বিক্রি করলে ওই জমির উপর অপর বোন কদভানু ৪৪/৪৫ ধারায় মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে মামলা করে। মামলা নং শালিখা পি-৩০১/২০২৩। আদালত মামলার প্রেক্ষিতে ওই জমিতে সকল পক্ষের জমিতে প্রবেশ নিষিদ্ধ করলে স্থানীয় থানা পুলিশ আদালতের আদেশ বাাস্তবায়য়ন করেন।
কিন্তু আশিকুল ৪৪ ধারা উপেক্ষা করে তার দাতার পরামর্শে জমি দখল নিয়েছে।
বাদী কদভানু বেগম বলেন বাবা আমাদের একই সময় তিন বোনকে সমান হারে ১ একর ৬২ শতক জমি লিখে দেন। আমরা তিন বোন সকল দাগে সমান জমি পাবো। কিন্তু শহরভানু একদাগে ৪৪ শতকের মধ্যে ৪২ শতক জমি বিক্রি করলেও গ্রহীতা ৪৪ শতক দখল করে নিয়েছে। একই সাথে কদভানু শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর নামজারি বাতিলের আবেদন করেছেন।
এ ব্যাপারে আদালতের আদেশ বাস্তবায়নকারী শালিখা থানার সাব ইনস্পেক্টর আব্দুল গণি বলেন আমার কাছে ৪৪/৪৫ অবমাননা সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। দ্রুত সময়ে ব্যবস্থা নেবো।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম