রাজগঞ্জ প্রতিনিধি
উপজেলায় রাজগঞ্জ অঞ্চলে এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। শেষ সময়ে সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা।
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের প্রত্যেক গ্রামেই ইতিমধ্যে সবুজ দানায় পরিপূর্ণ হয়েছে সরিষা। সে দানায় আশায় বুক বেঁধেছে চাষীরা। এখন জমি থেকে পাকা সরিষা তোলায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তাদের প্রত্যাশা সরিষা বিক্রিতে ন্যায্যমূল্য পেলে ভাল লাভবান হতে পারবেন বলে মনে করছেন লক্ষণপুর গ্রামের কৃষক আবুল বাশার।
সরেজমিনে গিয়ে দেখা গেছে রাজগঞ্জ, নেংগুড়াহাটের বিভিন্ন গ্রামে কৃষক কৃষাণীরা মাঠে পাকা সরিষা তোলায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া ভালো থাকায় ফলন পাওয়ার বেশি আশা করছেন কৃষকরা। লক্ষণপুর গ্রামের সরিষা চাষি সেলিম রহমান, আব্দুস সাত্তার ও রফিকুল ইসলাম বলেন, গতবারের চেয়ে এ বছর সরিষার ফলন বেশি হয়েছে। বর্তমানে তেল এবং খৈলের দাম বৃদ্ধি পাওয়ায় আশা করছি এবার সরিষার ভাল দাম পাওয়া যাবে। দাম ভালো পেলে আগামীতে সরিষার আবাদ আরো বাড়বে।
উপজেলা চালুুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, এ বছর ৪শ’১০ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষকদের সার্বিকভাবে সকল ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম