মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর,
যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যেকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝরে পড়বে না। কর্মমুখি শিক্ষা ও কৃষিভিত্তিক শিল্প কারখানার মাধ্যমে কর্মক্ষম যুব ও নারীদের হবে কর্মসংস্থান। সবার জন্য থাকবে মানসম্মত চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত কনিষ্ঠ সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলকোট ইউনিয়নের ঘাঘা ওয়ার্ডের সাবেক মেম্বর সোলায়মান হোসেনের সভাপতিত্বে রোববার বিকেলে স্থানীয় যুবসমাজ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেশবপুর পল্লী বিদ্যুতের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জি এম হাসান, আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা, যুবলীগ নেতা টিপু সুলতান,তরিকুল ইসলাম,আব্দুল হামিদ, ছাত্রলীগ নেতা শ্রীকান্ত, প্রান্ত সাহা,তুষার হোসেন প্রমুখ।
ওই দিন সন্ধ্যায় সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি আজিজুল ইসলাম।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম