নড়াইল প্রতিনিধি
নড়াইলে ডাকাতি মামলায় চার ভাইয়ের ৫ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাইফুল আলম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান। তারা লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দুই ভাই হাসান খান, হোসেন খান আদালতে উপস্থিত ছিলেন। অর দুই ভাই সোহেল খান ও আক্কেল খান পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডাকাতি মামলায় আপন চার ভাইকে পাঁচ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন বিচারক। রায় ঘোষণার সময় আপন চার ভাইয়ের মধ্যে দুই ভাই পলাতক ছিল আর দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন।
এজাহার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের মার্চের ১০ তারিখে লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের ফরিদা বেগমের বাড়িতে রাত ১২টার দিকে আসামি হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান অবৈধভাবে জোরপূর্বক বাড়িতে ঢুকে হত্যার ভয় দেখিয়ে মালামাল লুট করে। এ ঘটনায় পরেরদিন লোহাগড়া থানা একটি মামলা করেন ভুক্তভোগী। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম