ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। স্বাভাবিক ও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন ফাহিমা। তবে তিনটি সন্তান জন্মের পর দুশ্চিন্তায় পড়েছেন কৃষক সোহেল রানা ও তার পরিবার। সোহেল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে জন্ম হয় ওই তিন শিশুর। একসাথে তিন পুত্র সন্তান জন্ম হলেও অর্থনৈতিক কারণে সুখের হাসি হাসতে পারছেন না ওই দম্পত্তি। এক কন্যা ও সদ্যজাত তিন সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন মা ফাহিমা।
ফাহিমার বোন শামীমা খাতুন জানান, ফাহিমার স্বামী দরিদ্র কৃষক। তিনটি শিশুসন্তান সুস্থ থাকার পাশাপাশি তাদের মা-ও সুস্থ আছেন। তবে বাচ্চার ওজন কম থাকায় শিশু ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
নবজাতকের মা ফাহিমা খাতুন বলেন, একসাথে তিনটি সন্তানকে পেয়ে অনেক খুশি হলেও শঙ্কায় আছি কিভাবে বাচ্চাগুলো মানুষ করবো। আমার স্বামী একজন গরীব কৃষক। আমার সন্তান পেটে আসা থেকে শুরু করে আমার পিছনে চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ করেছে। ‘অর্থনৈতিক সমস্যায় আমরা ভুগছি’। চারটি সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশুরোগ বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ডা. আনোয়ারুল ইসলাম জানান, তিন নবজাতক বুধবার দুপুরে স্বাভাবিক ও সিজারিয়ান আপারেশনের মাধ্যমে ভুমিষ্ঠ হয়েছে। মা সুস্থ থাকলেও নির্দিষ্ট সময়ের আগে বাচ্চাগুলো জন্মগ্রহণ করায় তাদের ওজন অনেক কম ও শ^াসকষ্ট রয়েছে। এসব বাচ্চা কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছি বাচ্চাগুলোকে সুস্থ করার জন্য।
শিরোনাম:
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক