বিবি প্রতিবেদক
যশোরে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ এর কাস্টিং এক্সপার্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোরের শেখ হাসিনা আইটি পার্কের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো-ঢালাই স্পেশাল সিমেন্ট।
কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউসিআইএল’র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জিয়ারুল ইসলাম, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) সুদীপ্তসহ অন্যান্য কর্মকতাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও ডিলাররা।
ইউসিআইএল’র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম জানান, মেঘনা গ্রুপ বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। এই সিমেন্ট যেকোন স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও অত্যাধিক কার্যকর। প্রথম ২ দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে। সেই সাথে স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্ট-এর তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে। ফলে দীর্ঘমেয়াদি শাটারিংয়ের প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়।
শিরোনাম:
- নড়াইলে ছুরিকাঘাতে বাস সুপারভাইজারকে হত্যা : আটক ২
- সাতক্ষীরা পুলিশি অভিযানে অপহৃত কিশোর উদ্ধার
- এক যুগ পর আবারও যশোরে শুরু হলো শিল্প ও বাণিজ্য মেলা
- ‘গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের বৈষম্য কমবে না’
- স্বার্থান্বেষী মহল বারবার ইসলামী দলগুলোকে প্রতারিত করেছে : রেজাউল করীম
- দ্যোতনা সাহিত্য পরিষদের বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব পালন
- ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে যশোরে হেফাজতের ইসলামের বিক্ষোভ
- কেন্দ্রীয় ছাত্রদল নেতার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল নেতার বাড়িতে ভাংচুর, লুট