কেশবপুর(যশোর)প্রতিনিধি
কেশবপুরে জিয়া এন্টারপ্রাইজের হালখাতার দিনে ২০ লাখ টাকার বকেয়ার অনুকূলে ৯০ টি কার্ডে মাত্র ৪ হাজার টাকা আদায় হওয়ায় ব্যবসায়ী হতাশ হয়ে পড়েছে।
কেশবপুর পৌর শহরের হাসপাতাল সড়কে রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জিয়া এন্টারপ্রাইজ দীর্ঘদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের সাথে লেনদেনে ক্রেতাদের কাছে পাওয়ানা হয়েছে ২০ লাখ টাকার বেশি। ওই টাকা তুলতে গত ১৭ জানুয়ারি তার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার দিন ধার্য্য করে ৯০ জনের কাছে দাওয়াতি কার্ড বিতরণ করেন। ১৭ জানুয়ারি হালখাতার দিনে সারাদিনে ৩ জনে মাত্র ৪ হাজার টাকার হালখাতা করেন। এর মধ্যে একজনের নিকটে ৪৭ হাজার টাকা পাওনার বিপরীতে আদায় হয় ২ হাজার টাকা। ৪৯০০ টাকার পাওনায় আদায় হয় ১ হাজার টাকা, ৩ হাজার টাকার অনুকূলে হালখাতা করেছে ১ হাজার টাকা। মেসার্স জিয়া ইন্টারপ্রাইজের মালিক জিয়াউর রহমান শনিবার ২০ জানুয়ারি বিকেলে এ প্রতিনিধিকে বলেন, পাওনাদারদের টাকা পরিশোধের মানসিকতায় আমি হতাশ হয়ে পড়েছি। আমার নিকটে পাওনাদার মাহাজনেরা গত বৃহস্পতিবার সকালে আমার কাছে টাকা নিতে এসে ছিল তখন আমি তাদের কোনো টাকা দিতে পারিনি। তাহলে এখন আমার উপায় কি ?
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব