কেশবপুর(যশোর)প্রতিনিধি
কেশবপুরে জিয়া এন্টারপ্রাইজের হালখাতার দিনে ২০ লাখ টাকার বকেয়ার অনুকূলে ৯০ টি কার্ডে মাত্র ৪ হাজার টাকা আদায় হওয়ায় ব্যবসায়ী হতাশ হয়ে পড়েছে।
কেশবপুর পৌর শহরের হাসপাতাল সড়কে রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জিয়া এন্টারপ্রাইজ দীর্ঘদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের সাথে লেনদেনে ক্রেতাদের কাছে পাওয়ানা হয়েছে ২০ লাখ টাকার বেশি। ওই টাকা তুলতে গত ১৭ জানুয়ারি তার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার দিন ধার্য্য করে ৯০ জনের কাছে দাওয়াতি কার্ড বিতরণ করেন। ১৭ জানুয়ারি হালখাতার দিনে সারাদিনে ৩ জনে মাত্র ৪ হাজার টাকার হালখাতা করেন। এর মধ্যে একজনের নিকটে ৪৭ হাজার টাকা পাওনার বিপরীতে আদায় হয় ২ হাজার টাকা। ৪৯০০ টাকার পাওনায় আদায় হয় ১ হাজার টাকা, ৩ হাজার টাকার অনুকূলে হালখাতা করেছে ১ হাজার টাকা। মেসার্স জিয়া ইন্টারপ্রাইজের মালিক জিয়াউর রহমান শনিবার ২০ জানুয়ারি বিকেলে এ প্রতিনিধিকে বলেন, পাওনাদারদের টাকা পরিশোধের মানসিকতায় আমি হতাশ হয়ে পড়েছি। আমার নিকটে পাওনাদার মাহাজনেরা গত বৃহস্পতিবার সকালে আমার কাছে টাকা নিতে এসে ছিল তখন আমি তাদের কোনো টাকা দিতে পারিনি। তাহলে এখন আমার উপায় কি ?
শিরোনাম:
- বুদ্ধিজীবী দিবসের আলোচনা জামায়াত নেতৃবৃন্দ
- যশোরে সড়কে গেল যুবকের প্রাণ
- যশোরের এসপির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
- দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে বিএনপি : অমিত
- শহীদ বুদ্ধিজীবী দিবস গভীর শ্রদ্ধায় যশোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
- যশোরে দুদকের জালে ক্ষমতার আবর্তে থাকা এমপি মন্ত্রী আমলারা
- যশোরে বিজয় দিবসের উৎসবে গান আর নাচে মুখর টাউন হল ময়দান
- বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভা
