বিবি প্রতিবেদক
যশোরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৫ মণিরামপুর আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। গতকাল দুপুরে যশোর সিটি প্লাজা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী সাংবাদিকদের সামনে যশোর-৫ (মণিরামপুর) আসন তথা পুরো জেলাকে একটি সম্প্রীতির যশোর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মণিরামপুরবাসী যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি সেই প্রত্যাশা পূরণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাস, দখলদার ও চাঁদবাজমুক্ত মণিরামপুর গড়ে তুলতে চাই। যেখানে মানুষ স্বস্তি নিয়ে বসবাস করবে। কোন অন্যায়ের সাথে আপোষ করবো না। শুধু মণিরামপুর নয়, সাংবাদিকদের সহযোগিতায় একটি সুন্দর ও বাসযোগ্য যশোর গড়তে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুল, সাজেদ রহমান প্রমুখ।
শিরোনাম:
- যশোরে সবজির বাজার চড়া হলেও ইলিশের গায়ে আগুন
- যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান
- জুলাই বিপ্লবের শিশু যোদ্ধাদের সম্মানে মৌসুমী ফলের আসর
- অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগের মতবিনিময় শনিবার
- নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে
- যশোরে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল
- যশোরে ‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত