নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরের শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৬শিক্ষার্থী খেজুরের রস পান করে অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেশমী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীরা জানায়, সকালে স্কুলে আসার পরে ৯টার দিকে ১০/১২ জন শিক্ষার্থী মিলে পাশের একটি জমির কয়েকটি খেজুরের গাছে উঠে রস পেড়ে আনে। এরপর সবাই সেটি পান করে।
এর মধ্যে ৬ জন অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়, একজন বমি করতে থাকে। অসুস্থদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। খেজুরের রসের মধ্যে অন্য কিছু ছিলো কিনা তা শিক্ষার্থীরা জানে না, তবে রস পান করা কয়েকজন সুস্থ্য আছে। অসুস্থরা সবাই শাহাবাদ, দলজিতপুরের বাসিন্দা ও শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. রেশমী খাতুন জানান, শিক্ষার্থীরা বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়েছে, মাত্রা বেশি না হওয়ায় তাদের ওয়াশ করার প্রয়োজন পড়েনি। একজন বমি করেছে, তাদের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব