বিবি প্রতিবেদক
শীতার্ত মানুষের শীত নিবারণে এবং আত্মিক প্রশান্তির লক্ষ্যে যশোরের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
গতকাল শহরের সুধীরবাবুর কাঠগোলায় ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে রেন্টু চাকলাদার বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।
এসময় তিনি আরো বলেন, আমি মেয়র থাকাকালীন পৌরবাসীর নাগরিক সেবা প্রদানে কাজ করেছি। কিন্তু বিগত কয়েক বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন থেকে যশোর পৌরবাসী বঞ্চিত। বক্তব্য শেষে ২০০ জন নিম্নআয়ের নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মঙ্গল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, শিক্ষাবিদ সুশীল কুমার কুন্ড, সামাজিক ব্যক্তিত্ব মৃনাল কান্তি দে, দীপক কুমার রায়, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কামাল খান পর্বত, যুবলীগ নেতা আলমগীর, দেলোয়ার হোসেন টিটোসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা শেখ অরিছুল আলম মাসুদ।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল