বিবি প্রতিবেদক
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশসহ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল চলমান দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগদান করায় তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শান্তি সমাবেশ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বিশাল এক আনন্দ মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার, পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিষ্ণুপদ দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিকাশ রায় কপিল, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, মহিলা সম্পাদক লায়লা খাতুন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা শেখ সাইফার রহমান, সরদার আনোয়ার হোসেন, গাজী রুহুল আমিন, প্যানেল মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, তালিম হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী