সৈয়দ রুবেল, নড়াইল প্রতিনিধি
নড়াইলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে সরিষার। সরিষা ঘরে তোলার আগেই মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ও বাইরের এলাকা থেকে আসা চাষীরা। নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলার বিভিন্ন মাঠে শতাধিক চাষি মধু সংগ্রহ করছেন। শীতের এই মওসুমে মাঠজুড়ে যেমন থাকে হলুদ সরিষা তেমনি এই সরিষা ফুল থেকে মধু আহরণ। বছরের এই সময়ে মোটাদাগের মধু সংগ্রহের মওসুম।
জানা গেছে বড় খামারীরা এই মওসুমে ৮ থেকে ১০ টন মধু সংগ্রহ করবেন এবং মাঝারী বা ছোট খামারীরা ২ থেকে ৫ টন পযর্ন্ত মধু সংগ্রহের আশা করছেন। বিস্তীর্ণ সরিষা মাঠের পাশেই বসানো হয়েছে মৌচাষের বাক্স। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে ফিরে আসছে, এই দৃশ্য এখন সরিষা ক্ষেতের সবজায়গায়। মধু সংগ্রহ করতে আসা চাষীরা জানান, আবহওয়া ভালো থাকলে আশানুরুপ মধু সংগ্রহ করতে পারবেন ।
নড়াইল সদরের রঘুনাথপুর গ্রামের খামারী মোহাম্মাদ নাছির উদ্দিন জানান, আমরা অনেকেই মধু সংগ্রহ করি ইতোমধ্যে আমরা ১ মণ মধু সংগ্রহ করেছি। মধুচাষে আমরা যথেষ্ট লাভবান হচ্ছি। এছাড়া মধু চাষের ফলে সরিষার ফলন বৃদ্ধি পায় এবং পোকা মাকড় আক্রমণ কম হয়।
মাগুরা জেলা থেকে আসা সাইফুল ইসলাম নামে এক খামারী তুলারামপুর মিতনা মাঠে ২শত মধুর বাক্স স্থাপন করেছেন। তিনি জানান, এ মওসুমে আমাদের ২শত বাক্স আছে আমরা আশা করছি ৪ টন মধু পাব।
উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, আমরা মধু চাষিদের সরিষার জমিতে মধু সংগ্রহের উৎসাহিত করে থাকি। এর ফলে সরিষার পরগায়ন যেমন ভালো হয়, এতে করে তেলের উৎপাদনও বাড়ে। মধুর বাজার মুল্য ভালো হওয়ায় চাষিরাও লাভবান হবে।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, নড়াইল জেলায় এ বছর ১২ হাজার ৮শ’ ৮৮ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। প্রায় একশ মৌচাষি এখান থেকে ১শ’ টন মধু আহরণ করতে পারবেন। সরিষা ক্ষেতে মধু বাক্স স্থাপনের ফলে সরিষার ফলন ১০ থেকে ১৫ ভাগ বৃদ্ধি পাবে। যা আর্থ সামাজিক উন্নয়নে এবং পুষ্টিতে বিশেষ অবদান রাখবে।
শিরোনাম:
- যশোরে বিজয় দিবসের উৎসবে গান আর নাচে মুখর টাউন হল ময়দান
- বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভা
- যশোরে আইন শৃংখলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ অবৈধ অস্ত্র উদ্ধার ও নিরাপত্তা জোরদারের তাগিদ
- অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
- আব্দুল আওয়াল ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মনোনীত
- সাতক্ষীরা জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
- ফ্রান্স থেকে শিকড়ের সন্ধানে ফেরা তেহজিবের হৃদয়ে ‘চম্পাবতীর পালা’
- জমজমাট গদখালীর ফুলবাজার, দুই দিবসে দুই কোটি টাকার ফুল বেঁচাকেনা
