বিবি প্রতিবেদক
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছায় শুরু হচ্ছে চার দিনব্যাপি ফুল উৎসব। আজ থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলবে এই উৎসব। গদখালী-পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে এ উৎসবের আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং অনুষ্ঠানের তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজধানী খ্যাত গদখালি-পানিসারা-হাড়িয়ার মোড়ে দ্বিতীয় বারের মতো আয়োজিত ফুল উৎসব- ২০২৪ চার দিন ধরে পালিত হবে।
মেলার প্রথম দিনে রয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান, ফুল প্রদর্শনী ও স্টল পরিদর্শন এবংও কুষ্টিয়া লালন একাডেমির উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
দ্বিতীয় দিন নারী ফুলচাষীদের নিয়ে উঠান বৈঠক, এবং ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ সংকলনে প্রামান্যচিত্র প্রদর্শন।
তৃতীয় দিন কৃষক সমাবেশ ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
শেষদিনে সমাপনী অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হবে।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন,
এই সময়টাতে মেলার আয়োজন করার কারণে এই অঞ্চল পর্যটকমুখর হয়, বেচাকেনাও বাড়ে।
গতকাল বিকেলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, এবারের ফুল উৎসব অনুষ্ঠানসূচিতে কিছু ব্যতিক্রমী ধরনের আয়োজন করা হয়েছে।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা