বিবি প্রতিবেদক
যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে গতকাল কালো পতাকা মিছিল করে বিএনপি। তবে বিএনপির কর্মসূচিকে ঘিরে পুলিশ দলীয় নেতাকর্মীদের মারপিট করেছে বলে অভিযোগ নেতাকর্মীদের। এ সময় দলের কয়েকজন নেতাকর্মীরা আহত হয়েছেন। এছাড়া দলের সাতজন নেতাকর্মীকে আটকও করেছে পুলিশ।
গতকাল বিএনপির কর্মসূচিকে ঘিরে শহর জুড়ে পুলিশের বেশ তৎপরতা দেখা যায়। বিশেষ করে দলটির দলীয় কার্যালয় স্থল লাল দিঘিরপাড়ের সড়কে ব্যারিকেট দেয়। ফলে ওই সড়কে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, গতকাল কেন্দ্র ঘোষিত পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিলের কর্মসূচি পালনের জন্য দলীয় নেতা-কর্মীরা লালদীঘি পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে দলীয় নেতা-কর্মীদের ওপর আচমকা ব্যাপক লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হন। এ সময় সেখান থেকে দলের সাতজন নেতাকর্মীকে পুলিশ আটক করে।
আটক নেতাকর্মীরা হলেন, জেলা যুবদল নেতা নাসির উদ্দিন লিটু, ফতেপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিল, চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপি নেতা নিজাম উদ্দিন, কচুয়া ইউনিয়ন যুবদল নেতা নাহিদ হাসান, সরকারি এম এম কলেজ ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ও আশিকুর রহমান। পরে নগর ও সদর উপজেলা বিএনপি নেতাবৃন্দ যশোর -২৫০ শয্যা হাসপাতাল মোড় থেকে ঘোপ জেল রোড পর্যন্ত দলীয় নেতা-কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে মিছিল করেন।
এ বিষয় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, বিএনপির কোন কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়নি।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা